খুলনা

দু’পক্ষের মারপিটে স্বামী-স্ত্রী ও ছেলে আহত

  প্রতিনিধি ১৩ মে ২০২৩ , ৬:৩৬:০৪ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা( খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় জমি দখল চেষ্টায় বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে মারপিটে স্বামী-স্ত্রীসহ ছেলেকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার দেলুটি ইউপি’র কালীনগরের উদয়ন বালিকা বিদ্যালয় সংলগ্ন সবুজ গাইনের মৎস্য ঘেরে নেট-পাটা দিয়ে দখলের চেষ্টাকালে বাঁধা দিলে মারপিটসহ চা ও মুদি দোকান ভাংচুরর অভিযোগ উঠেছে। বাঁধা দেওয়ায় প্রতিপক্ষ প্রবীর গাইন-টগর দম্পতি, শ্যামল ও সঞ্জিত গংদের মারপিটে অসীম ( ৪৫) কুলি গাইন(৩৮) দম্পতি ও তাদের  ছেলে সবুজ (১৯) আহত হয়েছে। আহত অসীম গাইনকে খুমেক হাসপাতাল ও মা-ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, একই শরীকের  মধ্যে ৪০ শতক জমির বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্টরা জানান, কালীনগর মৌজায় বি,আর,এস ৫২ দাগে ৪০ শতক জমি নিয়ে অসীম গাইন ও প্রবীর গাইন পরিবারের বিরোধ চলে আসছিল। বিরোধের এক পর্যায়ে জমি বে-দখলের আশঙ্কায় অসীম গাইনের ছেলে সবুজ বাদী হয়ে প্রতিপক্ষ অসীম গাইন গংদের বিরুদ্ধে এমআর-৩২২/২২ মামলা করেণ।  জানাগেছে,এ মামলায় স্বত্ত দখল সংক্রান্ত বিষয়ে ভূমি  কানুনগো মোঃ মোজাম্মেল হোসেন আদালতে তদন্ত প্রতিবরদন দাখিল করেছেন। প্রতিবেদনে তিনি নালিশী ৪০ শতক জমি ১৯৯১ সাল হতে এ পর্যন্ত অসীম গাইনের দখলে রয়েছে এবং এ জমিতে মৎস্য ঘের, কাঁকড়া হ্যাচারীসহ অসীমের ছেলে সবুজের  চা-মুদির দোকান থাকার কথা উল্লেখ করেন। সুত্র জানায়, এ মামলার চলতি ১৮ মে শুনানীর জন্য আদালতে ধার্য্যদিন রয়েছে। সবুজ অভিযোগ করেন  প্রবীর গংরা আদালতে নিজেজের পক্ষে  দখল প্রমান দেখাতে শনিবার সকালে নেট-খুটি পুতে আমাদের দখলীয় জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এ সময বাঁধা দিলে প্রতিপক্ষরা দোকান ভাংচুরসহ আমার মা-বাবা ও আমাকে  লাঠিসোটা দিযে বেধড়ক ভাবে মারপিট করে আহত করেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য পলাশ কান্তি জানান, জমির বিরোধে মারপিটে দু’পক্ষের লোক কমবেশি আঘাত পেয়েছে।  কিন্তু এক পক্ষ মিমাংসার পক্ষে বাড়ীতে রয়েছে কিন্তু অন্যপক্ষ হুট করে হাসপাতালে ভর্তি হলে সমাধান করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত  দু’পক্ষের মধ্যে মিমাংসা’র উদ্যোগ চলছিল।

আরও খবর

Sponsered content

Powered by