বাংলাদেশ

দু-এক দিনের মধ্যে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত : কৃষিমন্ত্রী

  প্রতিনিধি ২১ মে ২০২৩ , ২:০০:৫৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

আগামী দু-এক দিনের মধ্যে দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার (২১ মে) সচিবালয়ে তার অফিসকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক। এক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি হবে কিনা, সেটা আগামী দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রী বলেন, ‘আমরা মাঠ থেকে তথ্য পাচ্ছি যে- পর্যাপ্ত পেঁয়াজ মজুত আছে। তবুও দাম বেশি।’

বাজারে এখন পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘পেঁয়াজের দাম ৪৫ টাকার (প্রতি কেজি) বেশি হওয়া উচিত না। পেঁয়াজ আমদানি করা হলে ৪৫ টাকার নিচে চলে আসবে।’

কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা হওয়াও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টা মনিটরিং করছি। আমাদের অফিসারদের মাঠ পর্যায়ে পাঠিয়েছি। তারা পর্যবেক্ষণ করে দেখেছে, কৃষকদের ঘরে পেঁয়াজ থাকলেও দাম বাড়াবে- এমন আশায় তারা অনেকেই মজুদ করে রেখে দিচ্ছেন। এতে দাম বৃদ্ধি পাচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by