ঢাকা

দেশবিরোধী চক্রান্তকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ৭:২৭:৪৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বিদেশে বসে মহান স্বাধীনতা ও দেশবিরোধী চক্রান্তকারীদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে চেতনায় ৭১ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার দুপুর ২ টায় সংগঠনের সভাপতি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য জীবন রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, ছাত্রলীগ নেতা মো বেলাল হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মনির হোসেন,বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক মো মিজানুর রহমান ,ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সৈকত হাসান, এ জে শাহীন আদর,জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক,ঢাকা বিশ্বিবদ্যালয় ছাত্রলীগের উপ সম্পাদক জানে আলম জনি,ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম রেজা,ঢাকা মহানগর দক্ষিণ নবীন লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মোল্লা,ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা শাহরিয়ার শাওন প্রমুখ।
বক্তারা বলেন,ইলিয়াস হোসেন,তাসনিম খলিল সাংবাদিকতার নাম করে, আর নিরাপদ বাংলাদেশ চাই নামের সংগঠনের ব্যানারে এবাদুর রহমান,সৈয়দ মোজাক্কির আহমদ, মো আসয়াদুল হক,ইউসুফ আল আজাদ,মোর্শেদ আহমদ খান,শেখ আবুল ফাত্তাহ,মুসলিম নাম,আলী হোসাইন এরা বিদেশে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে প্রতিনিয়ত দেশের সম্মান আন্তজার্তিক মহলে প্রশ্ন বিদ্ধ করছে।বাংলাদেশের স্বাধীনতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি বিদ্রুপ ছড়াচ্ছে।
ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের দাবি জানান বক্তারা।

আরও খবর

Sponsered content

Powered by