আবহাওয়া

দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ৭:৪১:২৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঝড়ের গতিবেগ থাকবে ৬০ থেকে ৮০ কিলোমিটার। নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় এ তথ্য বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে।

শনিবার বেলা ৩টা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এর আগে আর একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিলে। সেটা সংশোধন করে এটা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে। এর জন্য সতর্কসংকেত দেখানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by