বাংলাদেশ

দেশে কি আইনি প্রক্রিয়া আছে, প্রশ্ন রিজভীর

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২১ , ৭:৪৫:২০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

 

দেশে আইনি প্রক্রিয়া আছে কি না জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আপনার (প্রধানমন্ত্রীর) মন্ত্রীরা বারবার বলছেন আইনি প্রক্রিয়ার কথা। দেশে কি আইনি প্রক্রিয়া আছে?’

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ প্রশ্ন করেন।

রিজভী বলেন, ‘যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা লক্ষ্মীপুরের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলামকে হত্যা করেছে যাদের নামে অভিযোগ আছে। তাদের জেলখানায় বিয়ে হয় ধুমধাম করে। তারা মুক্ত হয়ে যায়। নাটোরের উপজেলা চেয়ারম্যানকে যারা প্রকাশ্যে হত্যা করেছিল তাদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়। এই তো হচ্ছে আপনার আইনি প্রক্রিয়া। জনগণ বলে এটা আইনি প্রক্রিয়া নয়; এটা হচ্ছে শেখ হাসিনা প্রক্রিয়া। এই শেখ হাসিনার আইনি প্রক্রিয়ায় যদি কোন জজ সঠিক রায় দেয় তাকে দেশ ছেড়ে পালাতে হয়।’

মানববন্ধন শেষে একই দাবিতে মহিলা দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিলে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। এ সময় পুলিশের সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের কিছুটা ধস্তাধস্তি হয়।

এ ব্যাপারে জানতে চাইলে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আজ ওয়ার্কিং ডে হাওয়ায় রাস্তায় যানজট সৃষ্টি হতে পারে। তা ছাড়া যেহেতু নারীদের প্রোগ্রাম এখানে নিরাপত্তার বিষয় থাকে যে কারণে আমরা তাদের বুঝিয়েছি।’

মানববন্ধনে প্রধানমন্ত্রীর আগের দিনের দেওয়া বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, ‘বেগম জিয়া কখনো আওয়ামী লীগের ওপর নিষ্ঠুরতা করেনি, প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অসত্য। তার যদি ন্যূনতম মানবিক বোধ থাকতো তিনি এই কথা বলতে পারতেন না। গতকালকে নানা কথা বলেছেন তিনি। উনি (প্রধানমন্ত্রী) অনুকম্পা দেখাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রধানমন্ত্রী ঢাহা মিথ্যা কথা বলেছেন। তার মতো নিষ্ঠুর নির্দয় আচরণ বেগম খালেদা জিয়া কখনো করেননি।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেন বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) মনে করেছেন অনেক নিরাপদে আছেন। চারিদিকে আপনার নিরাপত্তা বেস্টনি বিএনপি আর কী করবে। বিএনপির কী করার আছে আমি তো নিরাপত্তার মধ্যে আছি। নমরুদও নিরাপত্তার মধ্যে ছিল। আপনি যত নিরাপত্তা দেখছেন চারিদিকে এই নিরাপত্তা নিরাপত্তা নয়। বেহুলার বাঁশের ঘরের মতো কোথায় যে ছিদ্র আছে। খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী নিরাপদ থাকবেন, এটা মনে করার কোনো কারণ নেই। আপনি যে অনিয়ম, দুর্নীতি অনাচার করে মহাস্বর্গ রচনা করেছেন, যত বিচার বর্হিভূত হত্যা গুম করেছেন সেজন্য আপনিও নিরাপদ নয়।’

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি জীবন মূত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। তার কিছু হলে সেটা জনগণ মেনে নেবে না। ’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কেন্দ্রীয় নেতা হেলেন জেরিন খান, শাম্মী আক্তার, জেবা আমিনা খান, নিলোফার চৌধুরী মনি, মিনা বেগম মিনি প্রমুখ। এতে কয়েক’শ নেতাকর্মী অংশ নেন।

আরও খবর

Sponsered content

Powered by