ঢাকা

ধনবাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৩ জুন ২০২১ , ৮:৪১:৫৯ প্রিন্ট সংস্করণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ধনবাড়ী পৌরসভার চাতুটিয়া গ্রামে ২৫ জন নারীর অংশগ্রহনে স্বাস্থ্য সেবা ও নারী ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে ধনবাড়ী উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আফসানা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন-ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসান হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শাহনাজ সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেবউন্নাহার লিনা বকল।

এসময় তথ্য সেবা সহকারী রিনা খাতুন, সাংবাদিক হাফিজুর রহমান সহ এলাকার গন্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের স্বাস্থ্য সেবা, যৌতুক, বাল্যবিবাহ, নারীর জীবনমান্নয়ন, নারী ক্ষমতায়ন ও আইনি সহায়তা সহ বিভিন্ন সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করেন। উঠান বৈঠক শেষে প্রত্যেক নারী কে ১’শত টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by