দেশজুড়ে

ধান রাইচ রিপার মেশিনে কেটে দিলেন ইউএনও ও উপজেলা চেয়ারম্যান

  প্রতিনিধি ১১ মে ২০২০ , ১০:০১:১৬ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের দলিলবাদ শাহানগর এলাকায় শ্রমিক সংকটে বোরো ধান ঘরে তুলতে না পারা কৃষক মোঃ সেলিমের ফসলী জমির পাকা বোরো ধান রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের মাধ্যমে সরকারি ভর্তুকি মূল্যে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর অর্থায়নে ক্রয়কৃত ক্রয়কৃত রাইচ রিপার মেশিন দিয়ে কেটে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ ও উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

১১ মে সোমবার দুপুরে ধান কাটার সময় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমদ, রাউজান উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সনজিব কুমার সুশীল, উপ সহকারি কৃষি কর্মকর্তা, রাউজান পৌরসভা সদর সঞ্জয় কুমার চন্দ, রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন ।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক বোরো মৌসুমে জমির ফসল ঘরে তুলতে পারছেনা। এই অবস্থায় কৃষকদের পাঁশে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে ধান কাটার মেশিনসহ আনুষাঙ্গিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। যার ফলে কম সময়ে এসব মেশিনের সাহায্য একজন কৃষক তার জমির ফসল ঘরে তুলতে সক্ষম হবে।

রাউজান উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে বোরো ধান কাটতে যারা শ্রমিক সংকটে ভুগছেন সেসব কৃষকদের সহায়তার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২৫টি রাইচ রিপার মেশিন দ্বারা ফসলি জমির ধান কাটতে কৃষকদের উদ্বুদ্ধকরণ করতে উপজেলা কৃষি অফিস উদ্যোগ নিয়েছে।

বর্তমানে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায় উপজেলার ১৪টি ইউনিয়নে ১৪টি এবং পৌর এলাকায় ১টি রাইচ রিপার মেশিন ২০১৬ সালে প্রদান করা হয়। এছাড়া উপজেলার ব্যক্তি অর্থায়নে আরো ১০টি রাইচ রিপার মেশিন সরকারি ভর্তুকি মূল্যে ক্রয় করেন স্থানীয় কৃষকরা। বোরো মৌসুমে উপজেলা কৃষি অফিসের পক্ষ হতে কম্বাইন্ড মেশিন দ্বারা ধান কর্তন ও মাড়াই কার্যক্রমের প্রদর্শনীর আয়োজন করা হবে বলে কৃষি অফিস সূত্রে জানা যায়।

আরও খবর

Sponsered content

Powered by