রাজশাহী

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অনুদান প্রদান

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২০ , ৫:৩৭:২১ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বরাদ্দকৃত এককালীন অনুদান প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উচ্চ মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত ৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের প্রত্যেককে ৪ হাজার টাকা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বয়স্ক ৯৭ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ২৫ হাজার টাকার এককালীন অনুদান বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার। এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, ওসি আবদুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by