রাজশাহী

ধুনটে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ

  প্রতিনিধি ৩ মে ২০২৩ , ৭:৫২:২১ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক কৃষি উদ্যোক্তাকে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার যন্ত্র দেওয়া হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে এ যন্ত্র দেওয়া হয়। বুধবার বেলা ৩টার দিকে ধুনট উপজেলা কৃষি অফিস চত্ত¡রে মথুরাপুর ইউনিয়নের উজালশিং গ্রামের কৃষি উদ্যোক্তা বি এম জাকির হোসেন কম্বাইন হারভেস্টার যন্ত্র বুঝে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) জানে আলম। এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, শরিফুল ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার, সোহেল রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌর দত্ত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আরিফুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল হোসেন, এসিআই মটরস লিমিটেডের বিপনন কর্মকর্তা রবিন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, আজাহার আলী ভূইয়া, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, রেজাউল ইসলাম ও লাইট হাউস ধুনট উপজেলার প্রজেক্ট ফ্যাসিলিটেটর ওমর ফারুক জিন্নাহ।

Powered by