ময়মনসিংহ

নকলায় উঠছে নতুন বোরো ধান : কৃষকের মনে হাসির ঝিলিক

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২১ , ৮:০৭:৩৬ প্রিন্ট সংস্করণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় এবার বোর ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে উপজেলায় এবার উন্নত হাইব্রিড জাতের ধান আবাদ করা হয়েছে ৮৯৭০ হেক্টর জমিতে যা উৎপাদনে চাল হিসাবে ধরা হয়েছে ৪.৮৫ মেট্রিকটন প্রতি হেক্টরে উফশি উন্নত জাতের ধানের আবাদ করা হয়েছে ৪৪৫০ হেক্টর জমিতে যার উৎপাদন হবে হেক্টরে ৪.২৩ মেট্রিকটন মোট উৎপাদন হবে ৮৩ লাখ মেট্রিকটন চাল।

 

শনিবার নকলার ধুকুরিয়া কৃষক নূর মোহাম্মদের ২৮ জাতের ধান কেটে নিয়ে আসছেন। তিনি বলেন, আগাম ধান পেয়ে আমি খুশি হয়েছি। উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস জানান, কৃষকদেরকে পরার্মশ দেওয়া হয়েছে। ধান যেন তারা ভালো ফলন পেতে পারে।

আরও খবর

Sponsered content

Powered by