দেশজুড়ে

নকলায় ৫৪০ কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২০ , ৮:০৭:২১ প্রিন্ট সংস্করণ

শেরপুরের নকলা উপজেলায় আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় ৫শ ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রত্যেক ইউনিয়ন পরিষদ চত্তরে গিয়ে গিয়ে সামাজিক দূরত্ব ঠিক রেখে এসব বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস। 

সোমবার সকালে বানেশ^র্দী ইউনিয়ন পরিষদে ১১০জন কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণকালে ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মাজহারুল আনোয়ার মহব্বত এবং চন্দ্রকোনায় ৭০ জনের মাঝে বিতরণ কালে ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, ডিপ্লোমা কৃষিবিদ জিয়াউল হক জুয়েল ও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। 

এ প্রনোদনায় উপজেলার ৫শ ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে, জনপ্রতি ৫ কেজি উফশী বীজ ধান, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।
 

আরও খবর

Sponsered content

Powered by