রাজশাহী

নন্দীগ্রামে বসতবাড়িতে হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২০ , ৫:৩৬:১৬ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বসতবাড়িতে হামলাসহ মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে ও বিচার চেয়ে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। সোমবার দুপুর ১২টায় উপজেলার চাকলমা দক্ষিণপাড়ার মোকছেদ আলী লিখিত বক্তব্যে অভিযোগ করেন, আমার তিনভাই মমতাজ আলী, বাচ্চু মিয়া ও মানিক মিয়া আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত রেখেছে। তারা গত শুক্রবার সন্ধ্যায় জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে আমাকে বেধরক মারপিটসহ আমার স্ত্রীকে ধাওয়া করে। ঘরে প্রবেশ করে আমার গরু বিক্রয়ের ৮৩ হাজার টাকা ছিনতাই করে চলে যায়। আমাকে গ্রামে থাকতে দেবে না বলে দফায় দফায় হামলার ভয়ভীতি দেখাচ্ছে। এই ঘটনায় আমি বাদী হয়ে গত শনিবার থানায় লিখিত অভিযোগ করেছি। অভিযোগ করার পর থেকেই আমাকে খুন-জখমের ভয়ভীতি দেখাচ্ছে। আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি।

আরও খবর

Sponsered content

Powered by