রংপুর

নীলফামারীতে বই মেলার উদ্বোধন

  প্রতিনিধি ২৮ মার্চ ২০২২ , ৭:৩৪:২১ প্রিন্ট সংস্করণ

নীলফানারী প্রতিনিধি : নীলফামারীতে দুইদিনের বই মেলার উদ্বোধন করা হয়েছে। ২৮ মার্চ জেলা আইনজীবী সমিতি চত্বরে ওই বই মেলার শুভ উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মমতাজুল হক। এটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক এ্যাড. আল ফারুক আব্দুল লতিফ। প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার বলেন, নীলফামারীতে তার কর্মজীবনে প্রথমবারের মত আদালত চত্বরে তিনি বই মেলার আয়োজন দেখছেন। এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য তিনি জেলা আইনজীবী সমিতিকে ধন্যবাদ জানান। সেই সাথে এরকম মেলার আয়োজন অব্যাহত রাখা ও ভবিষ্যতে মেলার পরিধি আরো বড় করে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত এবং আরো নানা ধরনের বইয়ের স্টল দিয়ে মেলার আয়োজন করার আহবান জানান।

সঞ্চালনার এক পর্যায়ে এ্যাড. আলফারুক আব্দুল লতিফ বলেন, জেলা আইনজীবী সমিতির বর্তমান লাইব্রেরি সম্পাদক এ্যাড. মো. গোলাম মোস্তফা সজীবের ঐকান্তিক প্রচেষ্টা ও কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে সফলভাবে এ বই মেলার শুভ উদ্বোধন হলো। সেজন্য জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই।

আরও খবর

Sponsered content

Powered by