চট্টগ্রাম

নোয়াখালীতে শিক্ষা ব্যুরোর শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২২ , ৬:৪০:৩৬ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

ঝরে পড়া শিশুদের আবারও পড়াশোনায় ফেরাতে নোয়াখালীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীন রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের শিক্ষক, সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে বেগমগঞ্জের সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নোয়াখালী কর্তৃক প্রশিক্ষণটি আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা এন-রাশ ও জেমস্।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ পরিচালক বিদ্যুৎ রায় বর্মন, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মোঃ গাউসুল আজম পাটওয়ারী, সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছানাউল্লাহ ও জেমস্ এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী,সাংবাদিক জাহাঙ্গীর লিটন।

১২ দিন ব্যাপী প্রশিক্ষণে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের ৩৫ জন শিক্ষক ও তিনজন সুপারভাইজার অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ঝরে পড়া শিশুদের আনন্দমুখর পরিবেশে পাঠদানের কলাকৌশল সম্পর্কে শিক্ষকদেরকে ধারণা দেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by