দেশজুড়ে

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ৩টি ভেন্টিলেশন হস্তান্তর

  প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৮:৩০:৫০ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : বর্তমানে সারা বিশ্ব কোভিড১৯ করোনা ভাইরাস মহামারিতে আক্রান্ত। বাংলাদেশও এই ভাইরাসের যথেষ্ট প্রকোপ দেখা দিয়েছে। পটুয়াখালীতে এই মহামারি ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিসার জন্য পটুয়াখালী জেলা আওয়ামীলীগ নেতা, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা নাভানা কোম্পানীর সাথে যোগাযোগ করে ৩টি ভেন্টিলেশনের ব্যবস্থা করেন।

রবিবার বেলা ১১টার সময় পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের সামনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মতিন এর হাতে নাভানা কোম্পানীর প্রদত্ত ভেন্টিলেশন ৩টি হস্তান্তর করেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা। এসময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ হাসপাতালের কর্মকর্তাকর্মচারীবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আওয়ামীলীগ নেতা এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা বলেন, এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে দেশের সকল বিত্তবানদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। তাহলে করোনা মোকাবেলায় আমরা খুব তাড়াতাড়ি জয়ী হব।

আরও খবর

Sponsered content

Powered by