বাংলাদেশ

পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারে নতুন নির্দেশনা

  প্রতিনিধি ২৮ জুন ২০২২ , ৬:৩৯:২০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

পদ্মা সেতুতে যানবাহন চলাচলের দ্বিতীয় দিন থেকে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে। প্রথম দিনে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং বাইকারদের বিশৃঙ্খল আচরণের কারণে গতকাল সোমবার ভোর থেকে সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়। ফলে অনেকে পিকআপে মোটরসাইকেল তুলে পদ্মা সেতু পার হয়েছেন।অনেকে আবার ফেরিতে করে পার হয়েছেন পদ্মা।

নিষেধাজ্ঞা কঠোরতার কারণে সেতুর ওপর দিয়ে আজ মঙ্গলবার (২৮ জুন)ও মোটরসাইকেল পারাপার বন্ধ রয়েছে। মোটরসাইকেল চলাচলের জন্য বিকল্প পথ হিসেবে পাটুরিয়া এবং শরিয়তপুর ঘাট ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।

গতকালের মতো আজও সেতুতে পিকআপে করে মোটরসাইকেল পারাপারের চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এমতাবস্থায় পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতু দিয়ে পণ্য হিসেবে পিকআপ কিংবা ট্রাকে করে মোটরসাইকেল পরিবহন করা যাবে। কিন্তু মোটরসাইকেলের মালিক সাথে যেতে পারবেন না।

মঙ্গলবার (২৮ জুন) সকালে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, পিকআপে পণ্য হিসেবে মোটরসাইকেল বহন করা গেলেও সাথে যাত্রী থাকতে পারবে না।

সেতুর দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও সেতুতে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন। এছাড়া বিধিনিষেধ মাইকের মাধ্যমে জানিয়ে দেয়া হচ্ছে টোলপ্রান্তে।

আরও খবর

Sponsered content

Powered by