খুলনা

পরিকল্পিত ভাবে নদী খনন ও ক্ষতিপুরনের দাবি ভিটা-মাটি হারানোর সঙ্কায় থাকা মানুষের সমাবেশ

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২০ , ৪:১২:৩৯ প্রিন্ট সংস্করণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

অন্যায় অযৌক্তিক ভাবে নদী খনন বন্ধ এবং উপযুক্ত ক্ষতিপুরনের দাবিতে নড়াইলের লোহাগড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার অর.এল.পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্তরে এ সমাবেসের আয়োজন করে নড়াইল ভ‚মিহীন অধিকার আন্দোলন পরিষদ।

এ সময় অপরিকল্পিত ভাবে নড়াইলের নবগঙ্গা নদী পূণঃখননের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নড়াইল ভ‚মিহীন অধিকার আন্দোলনের সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার বিল্লাল হোসেন, প্রধান সমন্বয়ক তুহিন শেখসহ অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা নদী পূণঃখননের বিপক্ষে না। আমরাও সরকারের সিদ্ধান্তের সাথে একমত হয়ে বলতে চাই নবগঙ্গা নদী আবারও খনন করা হোক।

তবে ক্ষতিগ্রস্থ পরিবার যাতে উপযুক্ত ক্ষতিপুরণ পায় সে বিষয়ে সরকারের সু-দৃষ্টি রাখার দাবি করছি। এ সময় উপস্থিত ছিলেন নদী পুনঃখননের পরে একমাত্র মাথা গোজার ভিটা-মাটিটুকু হারানোর সঙ্কায় থাকা শতশত নারী-পুরুষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাবেক ছাত্র নেতা শেখ ছদরউদ্দিন শামীম।

 

আরও খবর

Sponsered content

Powered by