রংপুর

পলাশবাড়ীতে রাস্তার গাছ কেটে বিক্রির প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৪৭:২০ প্রিন্ট সংস্করণ


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ীতে গোপনে রাস্তার গাছ কেটে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সন্ধ্যার অল্প কিছুক্ষণ আগে ইউপি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বেতকাপা ইউনিয়নের এলাকাবাসী ও ইউপি সদস্যরা এ মানববন্ধন করেন। এতে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আবু তাহের। এসময় বক্তারা জানান, বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গৌরনিতাই সমবায় সমিতি কর্তৃক রোপণকৃত ৫ শ ৪৮ টি গাছ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা এবং উক্ত সমিতির সভাপতি -সম্পাদক ও বন বিভাগের সঙ্গে যোগসাজোস করে সকল ইউপি সদস্যদের না জানিয়ে রেজুলেশন করে কোনো প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই নাম্বারবিহীন গাছগুলো মেসার্স মুন ফার্নিচারের নিকট মাত্র ১৪ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করেন। যার বাস্তব মূল্য ৬৮ লক্ষ টাকা। এতে করে সরকার মোটা একটি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছেন। পাশাপাশি রাস্তার দু’ধারের জমির মালিকগণও ক্ষতিপূরণ পাননি। এব্যাপারে একটি অভিযোগ পত্র জেলা প্রশাসক বরাবরে প্রদান করা হয়েছে। তারা এ মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

আরও খবর

Sponsered content

Powered by