রংপুর

পলাশবাড়ীতে নাজমা সিদ্দিকার বিষমুক্ত ছাদ বাগান

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৩৮:২৫ প্রিন্ট সংস্করণ

মো. শাহরিয়ার কবির আকন্দ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

কোন আবাদি জমি নয়, চারতলা একটি ভবনের ছাদে গড়ে তুলেছেন নানা শাক-সবজি মসলা ও ফলমূলের বিষমুক্ত ছাদ বাগান। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী পৌরসভার প্রাণিসম্পদ অফিসের পার্শ্বে নাজমা সিদ্দিকা নামে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তার চারতলা ভবনের ছাদে এ বাগান গড়ে তুলেছেন। নাজমা সিদ্দিকা বতর্মানে পলাশবাড়ী কৃষি সম্প্রসারণ অফিসের অধীনে কিশোরগাড়ী ইউনিয়নের ফলিয়া বøকে কর্মরত রয়েছেন। অত্র এলাকার প্রান্তিক কৃষকদের কৃষি উন্নয়নে সব সময় পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও নিজ সংসার সামলিয়ে ছেলে-মেয়েদের স্কুল-কলেজে পাঠানো,কৃষি পরামর্শ ও সেবার পাশাপাশি ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে তিনি ব্যাপক সাফল্য পেয়েছেন।এতে করে একদিকে যেমন পরিবারের চাহিদা মেটাচ্ছেন অন্যদিকে প্রকৃতিকে করেছেন সবুজ এবং নান্দনিক। পলাশবাড়ী পৌর শহরের প্রফেসর পাড়ায় ৫ কাঠা জমির উপর নির্মিত চারতলা ভবনের ছাদে প্লাষ্টিকের বালতি,টব ও বস্তায় মাটি ভরাট করে তিনি এসব গাছ রোপণ করেছেন। সাজিয়েছেন সৌখিন ছাদ বাগান। তার এ ছাদে উঠলেই প্রকৃতি যেন হাত ছানি দিয়ে ডাকে। বাগানের প্রতিটি গাছেই ফুলে ফলে ভরে উঠেছে। সঙ্গে গাছের ডালের কোনায় বাসা বেঁধেছে ঘুঘু-শালিক পাখি। নাজমা সিদ্দিকার ছাদ বাগানের মনোরম দৃশ্য যে কারোর মন কাড়বে। ছাদ বাগান সম্পর্কে জানতে চাইলে নাজমা সিদ্দিকা বলেন, ২০০৪ সালে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগদানের পর ইচ্ছা ছিলো নিজের ভবনে ছাদ বাগান করার। এরপর ২০১৯ সালে নিজের ভবনের ছাদে বাগান গড়ে তুলি। আজ আমার ছাদ বাগানে বিভিন্ন প্রকার সবজি, মসলা জাতীয় গাছ, ফলের গাছ দিয়ে ভরে গেছে। আমি বিষমুক্ত সবজি, ফল, মূল আমার সন্তানদের খাওয়াতে পারছি। পাশাপাশি প্রতিবেশীদেরও দিয়ে থাকি। আমার ছাদ বাগান দেখতে এখন প্রতিবেশীসহ সকলে আসে। আবার কেউ আসে পরামর্শ নিতে ছাদ বাগানের জন্য।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা কাওসার মিশু জানান, ছাদ বাগান যেহেতু একজন উপসহকারি কৃষি কর্মকর্তা করেছেন। আমি তার সখের বশের ছাদ বাগানের সাফল্য কামনা করছি। উল্লেখ্য, নাজমা সিদ্দিকা গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার বাসিন্দা ও সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের ইটভাটা মালিক এবং সাবেক চেয়ারম্যান ও প্রথম শ্রেণির ঠিকাদার নজেল হোসেনের স্ত্রী।

আরও খবর

Sponsered content

Powered by