রাজশাহী

পাঁচবিবিতে প্রাক বড়দিন উৎসব

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২২ , ৮:৪১:০৫ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

নিজস্ব জাতিসত্তার সংস্কৃতির নাচ, গান, অভিনয় ও দেশের গানের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি বাজিতপুর মিশনের খীষ্টান ধর্মাবলম্বীরা প্রাক বড়দিন উৎসব পালন করেন। রোববার রাতে মিশনের বৃহৎ অডিটরিয়ামে বড়দিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশাল আকারের কেককাটা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু এমপি। মিশনে অধ্যায়নরত গরীব ও অসহায় খ্রীষ্টান পরিবারের ছোটবড় প্রায় এক হাজার শিক্ষার্থী ও শিক্ষকদের বড়দিনের কেক খাওয়ান এমপি। সেভেন্থ-ডে-এ্যাডভেন্টিস্ট মারানাথা সেমেনারি মিশনের প্রিন্সিপাল সিরিল মিঞ্জির সভাপতিত্বে বড়দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য স্থানীয় এমপি ও তার সহধর্মিনী প্রাক্তন শিক্ষক মেহের নেগার শিউলী। এসময় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বার ইউপি চেয়ারম্যান মো. জিহাদ মন্ডল, উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ সমিতির সম্পাদক খালেকুল ইসলাম বকুল ও ধরঞ্জী ইউনিয়ন আ.লীগ সম্পাদক মমতাজুর রহমান।

আরও খবর

Sponsered content

Powered by