রাজশাহী

পাঁচবিবিতে মুন্ডা সম্প্রদায়ের জাতীয় শিক্ষা সম্মেলন

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২১ , ৬:২২:২১ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : উলগুলানের মহানায়ক বিরসা মুন্ডার স্মরণে ‘হামনিকর কাথা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার বিকাশ, সংস্কৃতি সংরক্ষণ, মুন্ডা ভাষা ও মাদকমুক্ত প্রগতিশীল সমাজ গঠণের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ১১ তম বাংলাদেশ মুন্ডা সম্প্রদায় জাতীয় শিক্ষা সম্মেলন হয়।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে উপজেলার সুলতানপুর এলাকায় সম্মেলন অনষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হরিপাল চন্দ্র পাহানের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি মহসীন আলী, সম্পাদক জাকির হোসেন, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, মেয়র হাবিবুর রহমান হাবিব, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, প্যানেল চেয়ারম্যান রাজু আহম্মেদ, পৌর আ.লীগ সভাপতি এসকে আব্দুল হক, মহিলা সদস্য তামান্না আক্তার সহ সংগঠনের কার্তিক পাহান ও প্রণব কুমার পাহান প্রমুখ।

 

 

আরও খবর

Sponsered content

Powered by