রাজশাহী

পাঁচবিবিতে রাস্তার মাঝে বিদ্যুৎ খুঁটি

  প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৭:৪৭:১৫ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশিয়াচাপড় গ্রামের মানুষের যাওয়া-আসার একমাত্র রাস্তার মাঝখানে শুরু থেকেই পল্লীবিদ্যুতের খুঁটি দাঁড়িয়ে আছে। খুঁটির জন্য গ্রামের কৃষকের ক্ষেতের ফসল ভ্যানে বা শ্রমিকেরা কাঁধে করে বাড়িতে নিতে বাধার সৃষ্টি করে। খুঁটির কারণে অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয়। গ্রামের কিছু লোকের চলাচলের এ রাস্তা ব্যতিত অন্য কোন রাস্তা নেই ফলে সব সময় তাদেক সমস্যার মধ্যেই থাকতে হয়। পল্লীবিদ্যুৎ অফিসে অনেক বার বলেও কোন কাজ হয়নি গ্রামের একাধিক ব্যাক্তি এমন অভিযোগ করে বলেন। খুঁটির পাশেই দেলোয়ার হোসেনের বাড়ির দরজা তিনি ও গ্রামের ভ্যান-চালক আনিছুর রহমান বলেন, আগে রাস্তাটি কাঁচা ছিল এক মাসে আগে আমাদের মেম্বার ইট বিছিয়ে পাকা করে দিলেও কষ্ট থেকেই গেল। স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান প্রধান বাবু বলেন, গ্রামবাসীসহ আমি নিজেও কয়েকবার বিদ্যুৎ অফিসে বিষয়টি অবহিত করেও কাজ হয়নি। পাঁচবিবি পল্লীবিদ্যুতের এলাকা পরিচালক মো. রেজাউল করিম মাষ্টার বলেন, এরকম সমস্যা লিখিতভাবে পেলে অতিদ্রুত তা সমাধান করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by