রাজশাহী

পাঁচবিবিতে শীতের তীব্রতা বেড়েছে

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৩ , ৮:১০:০৫ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাসহ আশ-পাশের উপজেলাগুলোতেও জেঁকে বসেছে তীব্র শীত। একইসঙ্গে হালকা ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। বেলা দুপুর গড়িয়ে গেলেও দেখা মিলছে না সূর্যের আলো। কুয়াশার কারণে রাস্তার যানবাহন হেড-লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে। শীতের প্রভাব পরছে জনজীবনে। এতে বেশি বিপাকে পরছে স্বল্প আয়ের গরীব অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো। পরিবারের অন্য সদস্যর খাদ্য সংগ্রহের জন্য ঘনকুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ঘরের বাহিরে ছুটতে হচ্ছে। প্রয়োজনের তাগিদে অনেকেই শরীরে গরম কাপড় জড়িয়ে শীতের তীব্রতা উপেক্ষা করে বাস, ট্রেন ও ভ্যান-রিক্সসা যোগে গন্তব্যে যাচ্ছেন। অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। উপজেলার ভীমপুর বাসস্ট্যান্ড দীর্ঘদিন ধরে চা-পুড়ির দোকান করে সংসার চালান দুদু মিয়া। তার দোকানের চারদিক উন্মক্ত হওয়ায় ঠান্ডা বাতাস ও শীত তার শরীরে একটু বেশি লাগছে। একদিন দোকান বন্ধ থাকলে সবাইকে না খেয়ে থাকতে হবে বলেন দুদু। জয়পুরহাট-হিলি রুটের বাস ড্রাইভার জিয়া বলেন, দুর্ঘটনা থেকে যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে অতিরিক্ত কুয়াশায় রাতের বেলা গাড়ি ধীরগতিতে চালাতে হচ্ছে। ঠান্ডা বাতাস, শীত ও কুয়াশার কারণে দুপুর পর্যন্ত বাসসহ সকল যানবাহনে যাত্রী কম হচ্ছে বলেও সে জানায়।

আরও খবর

Sponsered content

Powered by