রাজশাহী

পাঁচবিবির ক্ষুদে বিজ্ঞানীরা পেল পুরস্কার

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২২ , ৭:০১:১৩ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহনকারী বিজয়ী ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করা হয়েছে। বুধবার বিকালে পাঁচবিবি বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত মেলার সমাপণীতে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিস্কৃত যন্ত্রাংশের প্রদর্শনের লক্ষে স্টল দেন। উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন ও অতিথিরা ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত যন্ত্রাংশের যাচাই-বাছাই শেষে তাদেরকে পুরস্কৃত করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, উপজেলা মহিলাবিয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উচাই কৃষি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ রোস্তম আলী, পাঁচবিবি ডিগ্রী কলেজের প্রভাষক সুর্দশন ও আওরোঙ্গজেব, বড়মানিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাই প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by