ঢাকা

পাংশায় জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ভিত্তিক সদস্যগনের সংবর্ধনা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২২ , ৭:০১:২৬ প্রিন্ট সংস্করণ

রতন মাহমুদ (পাংশা প্রতিনিধি):

রাজবাড়ীর পাংশায় রাজবাড়ী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা ভিত্তিক সদস্য গোবিন্দ কুন্ডু, আব্দুল বারিক বিশ্বাস, ইউসুফ হোসেন ও মহিলা সদস্য সফুরা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা মাদ্রাসা সমূহের শিক্ষক-কর্মচারীবৃন্দদের আয়োজনে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পাংশা উপজেলা শিল্পিকলা একাডেমী হল রুমে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম (এমপি)।

বিশেষ অতিথী ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, পৌর মেয়র ওয়াজেদ আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল প্রমূখ। আরও উপস্থিত ছিলেন, পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে আসা দাবি পূরনের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন নব-নির্বাচিত চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ।

প্রধান অতিথীর বক্তব্যে জিল্লুল হাকিম বলেন, যারা মানুষের জন্য কাজ করেন তাদেরকে ক্ষমতায় রাখতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ্য থাকতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।

ড. মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন হোগলাডাঙ্গী এম আই কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মীর মোঃ আব্দুল বাতেন।

পাংশায় ইউপি চেয়ারম্যান-সদস্য-সচিবগনের প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠান

রতন মাহমুদ (পাংশা প্রতিনিধি): রাজবাড়ীর পাংশা উপজেলার ইউপি চেয়ারম্যান-সদস্য ও সচিবগনের তিনদিন ব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরন প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ হল রুমে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

বিশেষ অতিথী ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো। পৌর মেয়র ওয়াজেদ আলী, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মোছাঃ রোকেয়া বেগম প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত আসনের নারী সদস্য ও ইউপি সচিবগন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনিষ্টিটিউট (এন আই এল জি) ঢাকা।

আরও খবর

Sponsered content

Powered by