ঢাকা

পাংশায় ভেজাল গুড় কারখানায় অভিযান, জেল জরিমানা

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২২ , ৭:৪৫:৩৬ প্রিন্ট সংস্করণ

রতন মাহমুদ (পাংশা প্রতিনিধি): রাজবাড়ী পাংশার বাহাদুরপুরে বুধবার অস্বাস্থ্যকর পরিবেশে মোড়ক বিহীন, ভেজাল মিশ্রিত ও নিষিদ্ধ ক্যামিকেল ব্যবহার করে গুড় নির্মাণ করার সময় একটি গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্ট।  বুধবার দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া নামক স্থানে একটি অনুনোমদিত গুড়ের কারখানায় এ অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল এর নেতৃত্তে মোবাইল কোর্ট।

অভিযানে কারখানা থেকে আনুমানিক ২০০ টিনের কৌটা বোঝাই নিষিদ্ধ ক্যামিকেল, ১০০ মাটির কোলা ভর্তি প্রস্তুতকৃত ভেজাল গুড় ও ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় কারখানার মালিম শেখ আলমাছ(৫১) কে আটক করা হয়।

আটক আলমাছকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪২ ধারায় ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম করাদন্ডে দন্ডিত করেন মোবাইল কোর্ট। পাশাপাশি ভেজাল কেমিক্যাল ধ্বংস করা সহ কারখানাটিকে সিলগালা করা হয়।

মোবাইল কোর্টকে সহযোগিতা করেন পাংশা মডেল থানার এস আই মামুন এর নেতৃত্তে থানা পুলিশের একটি দল।

আরও খবর

Sponsered content

Powered by