দেশজুড়ে

পাইকগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে আইনজীবীর মামলা

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ৭:৪৯:৪৯ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ছিনতাই, চাঁদা দাবী ও শারিরীক ভাবে লাি ত করার অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। উপজেলার লতা ইউনিয়নের কাঁঠামারী গ্রামের মৃত অজিত কুমার মন্ডলের ছেলে আইনজীবী সব্যসাচী মন্ডল বাদী হয়ে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর খলিফা সহ ৩ জনকে আসামী করে এ মামলা করেন। মামলা সূত্রে জানাগেছে, সুপ্রিম কোর্টের আইনজীবী সব্যসাচী মন্ডল গত ২ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ঢাকাস্থ পাইকগাছা সমিতির নেতৃবৃন্দের সাথে কাঁঠামারী বাজারে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে শামুকপোতা বাজারে মাস্ক বিতরণ করেন। বিতরণ শেষে নেতৃবৃন্দ চলে যাওয়ার পর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন সব্যসাচী। এ সময় ইউপি সদস্য আলমগীর খলিফা সহ তার লোকজন হঠাৎ এসে সব্যসাচীকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিট করতে উদ্যত হয়। এ সময় তারা আইনজীবীর কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। টাকা না দিলে বট গাছের সাথে বেঁধে রাখার হুমকি দেয়। এরপর তারা সমীর মন্ডল নামে জনৈক ব্যক্তির দোকানে আটকে রেখে সব্যসাচীর পকেটে থাকা ১০ হাজার ৫৪০ টাকা বাহির করে নেয়। বাঁধা দিতে গেলে তারা তাকে শারিরীকভাবে লাি ত করে। পরে খবর পেয়ে এলাকার সামাজিক সংগঠন লুসা’র সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় সব্যসাচী বাদী হয়ে ইউপি সদস্য আলমগীর খলিফা সহ ৩ জনকে আসামী করে থানায় মামলা করে। যার নং- ০৭, তাং- ০৫/০৮/২০২০ ইং। এ ব্যাপারে ইউপি সদস্য আলমগীর খলিফা জানান, এলাকার জলমহলের মামলা নিয়ে আইনজীবী সব্যসাচীর সাথে ঝামেলার সৃষ্টি হয়। ঘটনার দিন তার কাছে মামলার টাকা ফেরত চাইলে সে ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে থানায় হয়রানী মূলক মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. তাকবীর হুসাইন জানান, তদন্ত কাজ চলমান রয়েছে। তদন্ত সম্পন্ন হলে অভিযোগের সম্পূর্ণ বিবরণী জানা যাবে।

আরও খবর

Sponsered content

Powered by