খুলনা

পাইকগাছায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২০ , ৭:৫৮:৩৪ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জরুরী ও কার্যকর পদক্ষেপের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর সদরের আদালতের সামনের সড়কে নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে নাগরিক সমাজ ও পরিবেশ আন্দোলনের নেতারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপক‚লীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। ফলে ঝুঁকি বাড়ছে এই অঞ্চলের প্রাণ ও প্রকৃতির। বিস্তীর্ণ উপক‚লের প্রাণ-প্রকৃতি রক্ষাসহ আর্থ-সামাজিক উন্নয়নে দ্রæত টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি উপক‚লীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। এই অবস্থায় হাওড় উন্নয়ন বোর্ডের ন্যায় উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করা জরুরী বলে তারা দাবি করেন। নাগরিক সংগঠন সুন্দরবন ও উপক‚ল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সাকিলা পারভীন, উন্নয়ন সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, জনউদ্যোগের মহেন্দ্রনাথ সেন, খুলনার সিনিয়র সাংবাদিক মোস্তফা জামাল পপলু, কৌশিক দে, নাগরিক নেতা অ্যাডভোকেট প্রশান্ত মন্ডল, কৃষক নেতা কৃষ্ণপদ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, তালা প্রেসক্লাবের সাংবাদিক টিপু সুলতান, হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার মোজাফ্ফর হোসেন, ইউপি সদস্য রাজীব গোলদার, অধ্যক্ষ মোঃ শিমুল বিল্লাহ বাপ্পি, আব্দুল মজিদ, প্রদীপ দত্ত, আবুল কাশেম গাজী, রবীন মন্ডল, শেখ আসানুর রহমান ও মৃণাল গাইন।

আরও খবর

Sponsered content

Powered by