রংপুর

পাটের এন্ডোফাইট থেকে এন্টিবায়োটিক আবিষ্কার, ঢাবি শিক্ষক আফতাব উদ্দিনকে সংবর্ধনা প্রদান

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২১ , ৬:৩৮:০৪ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

পাটের এন্ডোফাইট থেকে এন্টিবায়োটিক আবিষ্কারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বাংলাদেশী বিজ্ঞানী ও দিনাজপুরের খানসামা উপজেলার গর্ব ও কৃতী সন্তান অধ্যাপক মুহাম্মদ আফতাব উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল বিকেলে তাঁর জন্মস্থান উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামের পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম ও ব্যাংক কর্মকর্তা এস এম মোজাম্মেল হকসহ এলাকাবাসীর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হক সাজুর সভাপতিত্বে ও নেউলা গ্রামের সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, অধ্যাপক মুহাম্মদ আফতাব উদ্দিনের সহধর্মিণী নাজমুল নাহার, খামারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সালাম প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by