বরিশাল

পাথরঘাটায় উপকূলীয় ৫০ দরিদ্র ও গৃহহীন পরিবারকে গৃহনির্মাণে ঋণ প্রদান

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ৩:৫৪:২৩ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা বরগুনা প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষে গৃহায়ণ ঋণ কার্যক্রমের আওতায় গৃহনির্মাণ ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বরগুনার পাথরঘাটা উপজেলার উপকূলীয় এলাকার ৫০ দরিদ্র ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণে ঋণ প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল দশটার দিকে পাথরঘাটা সংগ্রাম অফিসের মিলনায়তনে ১ লাখ ৩০ হাজার টাকা করে এই ৫০ পরিবারকে প্রদান করা হয়।
এ মুজিববর্ষ উপলক্ষে গৃহায়ণ ঋণ কার্যক্রম বাংলাদেশ ব্যাংক ফান্ড ম্যানেজমেন্ট ইউনিটের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম’র বাস্তবায়ন করে।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগ্রামের পাথরঘাটা শাখার ম্যানেজার মো: মামুন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাছুম। বিশেষ অতিথি ছিলেন সংগ্রামের এরিয়া ম্যানেজার মো: রিপন মিয়া, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক সাকিল আহমেদ প্রমুখ।
এসময় সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাসুম বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ৫০ পরিবারকে মাথাপিছু ১ লাখ ৩০ হাজার টাকা ঋণ দেয়া হয়েছে। এ ঋণে শতকরা তিন টাকা হারে সুদ নেয়া হবে। ঋণ গ্রহিতাদের ঋণ পরিশোধের সময়সীমা তিন বছর। ৫০ পরিবার ছাড়াও আরও ২৫০ পরিবার কে গৃহহীন ঋণ দেয়া হবে।

Powered by