দেশজুড়ে

পাবনায় হাজারো অসহায় পরিবারের পাশে স্কয়ার 

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৮:২৭:৩৪ প্রিন্ট সংস্করণ

পাবনা প্রতিনিধি : দেশব্যাপী করোনা সঙ্কটময় পরিস্থিতির কারণে কর্মহীন, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রæপ।  পাবনা জেলায় বিভিন্ন অ লে জন প্রতিনিধিদের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যায়ক্রমে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।  বুধবার সকাল সাড়ে ১০টায় পাবনা সদর উপজেলার মাল ী ইউনিয়নে স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার’স (অ্যাটকো)’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু নিজে তদারকি করে বাংলাদেশ যুবলীগ পাবনা জেলা শাখা’র মাধ্যমে ১ হাজার কর্মহীন, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, দেশব্যাপী করোনা সঙ্কটময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কয়ারের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পর্যাক্রমে অব্যহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বাংলাদেশ যুবলীগ পাবনা জেলা শাখা’র আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, রাসেল ট্রান্সপোর্ট লিমিটেডের সত্ত¡াধিকারী মো. আশিকুর রহমান রাসেল, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বাংলাদেশ যুবলীগ পাবনা জেলা শাখা’র সিনিয়র যুগ্ম-আহবায়ক শিবলী সাদিক, মাল ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম প্রমুখ।
 

আরও খবর

Sponsered content

Powered by