রাজশাহী

পাহাড়ী ঢলে যমুনায় পানি বৃদ্ধি, বন্যার আশংকা

  প্রতিনিধি ১১ জুন ২০২২ , ৬:০৯:০৮ প্রিন্ট সংস্করণ

এস এম আল আমিন, সিরাজগঞ্জ প্রতিনিধি : টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই সাথে বাড়তে শুরু করেছে জেলার অভ্যান্তরীন নদ-নদীর পানিও। ফলে বন্যার আশংকা করছেন নদীতীরবর্তি অঞ্চলের মানুষেরা।

শনিবার (১১ জুন) সকালে পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১ দশমিক ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবিাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের সতর্কতা অনুযায়ী যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান। ভাঙ্গন আতংকে রয়েছে নদীপারের বহু স্থাপনা।

জানা গেছে, যমুনায় পানি বৃদ্ধির সাথে জেলার অভ্যন্তরীণ নদ-নদীসহ নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। ভাঙ্গরোধে বালির বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড। যমুনা নদীর পাশাপাশি জেলার অভ্যান্তরিন ফুলঝোড়, ইছামতি, করতোয়া, বড়াল ও চলনবিলে পানি বাড়তে শুরু করেছে। এতে নদীতীরবর্তি, চরাঞ্চল ও নিরম্নাঞ্চলে বন্যার আশংকা সৃষ্টি হয়েছে। এসকল এলাকার ফসলি জমির কাচা পাট, তিল, বাদাম, আখ ও শাকসবজি বাগানে পানি উঠতে শুরু করেছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসকল ফসল নষ্ট হওয়ার আশংকায় রয়েছেন কৃষকেরা। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, যমুনা নদীতে পানি তিন-চার দিন বাড়বে। পানি বৃদ্ধি পেলেও শহর রক্ষা পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে ভাঙন কবলিত এলাকাগুলোতে বালুর বস্তা ফেলার কাজ চলমান রয়েছে।

 

আরও খবর

Sponsered content

Powered by