রাজশাহী

পীরগাছায় খাদ্য বিতরণ

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২০ , ৪:৩২:৩৭ প্রিন্ট সংস্করণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি :

রংপুরের পীরগাছায় রহমতচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অ্যাকসেস প্রকল্প জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে জার্মান ডক্টরস ও নেটজ বাংলাদেশ এর সহয়োগিতায় কোভিড-১৯ দুর্যোগকালীন ৭২ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। বুধবার সন্ধ্যায় রহমতচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চররহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাদ্য বিতরণ করা হয়।

এছাড়াও ওইদিন উপজেলার মোট ১২ প্রতিষ্ঠানের ৪শ ৫ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।

সন্ধ্যায় রহমতচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশন অ্যাকসেস প্রকল্প, রংপুর এর এরিয়া কো-অর্ডিনেটর জাহিদ হাসান সাকিব, প্রোগ্রাম অর্গানাইজার ইয়াছিন আরাফাত, শিক্ষা সহযোগিতা সংগঠক নাহিদা খাতুন ও সামসুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন রহমতচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি শাহাজুল ইসলাম শান্ত, চররহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, প্রধান শিক্ষক লুৎফা বেগম, সহকারি শিক্ষক মমতাজ বেগম প্রমুখ।

 

Powered by