বরিশাল

পুত্রের মৃত্যুর ৪দিন পর সীতাকুণ্ডে মারা গেলেন পিতা

  প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৩:২৭:০০ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু.সীতাকুণ্ড(চট্টগ্রাম)  :

  বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকারে ইঞ্জিন রুমে বিস্ফোরণে চট্টগ্রামের সীতাকুণ্ডের যুবক মোহাম্মদ ফারদিন আরাফাত স্বাধীন (২২) নিহতের ৪দিনের মাথায় তার পিতা জাহাজেরচীফ ড্রাইভার কুতুবউদ্দিনও মারা গেছেন।

রবিবার রাতে ঢাকা বার্ণ ইউনিট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুতুবউদ্দিন সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামের মৃত ছালে আহমদের পুত্র। গত ১১ মে (বৃহস্পতিবার) বিকাল পৌনে ৫টার দিকে বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা এমটি ইবাদি-১ জাহাজের তেলবাহী ট্যাংকারে ইঞ্জিন রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, জাহাজটি চট্রগ্রাম থেকে সাড়ে তিন লাখ লিটার পেট্রোল ও ১০ লাখ লিটার ডিজেল নিয়ে দুইদিন আগে বরিশালে যায়। বরিশালের মেঘনা তেলের ডিপোতে এই তেল (বৃহস্পতিবার) খালাশ করার কথা ছিল। সে অনুযায়ী স্টাফরা ইঞ্জিন রুমে যায়। এর কিছুক্ষণ পর বিকট শব্দে সেখানে বিস্ফোরণ ঘটে। এঘটনায় কুতুবউদ্দিন আহত হলেও তার ছেলে স্বাধীন ঘটনাস্থলে মারা যান। কুতুবউদ্দিনকে ঢাকার বার্ণ ইউনিট হাসপাতালে ভর্তি করা হলে ৪ দিনপর রোববার রাতে তার মৃত্যু হয়। কুতুবউদ্দিন ওই জাহাজের চীপ ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। ছেলে স্বাধীন ওই জাহাজে করে পিতার সাথে বেড়াতে যায়। এদিকে পুত্রের মর্মান্তিক মৃত্যুর ৪ দিনের মাথায় পিতার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও খবর

Sponsered content

Powered by