খেলাধুলা

পুরো কৃতিত্বই বাংলাদেশকে দিলেন ওয়াগনার

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২২ , ৫:৪২:২৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩২৮ রানে থামিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তাদের বিপক্ষে দ্বিতীয় উইকেটের জুটিতে শতরান ছোঁয়ার রেকর্ডও গড়েছে টাইগাররা। কিউই বোলারদের চোখে যেভাবে চোখ রেখে ব্যাট করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা, তাতে প্রশংসাই প্রাপ্য টাইগারদের। তার ওপর দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারও ছিলেন না। প্রায় নতুন নির্ভর দল নিয়ে বাংলাদেশ যা করেছে তার প্রশংসা করলেন কিউই পেসার নেইল ওয়াগনার।

আজ রোববার মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে কিউইদের পাঁচ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। আগের দিন পাঁচ উইকেট তুলতে লেগেছিল ৮৭ ওভার তিন বল আর দ্বিতীয় দিন মাত্র ২০ ওভার চার বল। পেস উইকেটে মিরাজ যেভাবে স্পিন ঘূর্ণি দেখিয়েছিলেন, তাতে সহজে লুটিয়ে পড়ে স্বাগতিকদের ইনিংসের গতি।

কিউইদের অলআউট করার পর ব্যাট হাতেও বেশ সাবলীল দেখা যায় বাংলাদেশকে। ওপেনিং জুটিতে ৪৩ রানের পর দ্বিতীয় উইকেটের জুটিতে আসে আরও ১০৪ রান। সব মিলিয়ে দুই সেশন ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৭৫ রান। কিউইদের মাটিতে নতুন এক বাংলাদেশের ব্যাটিং মুগ্ধ করেছে ভক্ত সমর্থকদেরও। বাংলাদেশের প্রশংসা করে কিউই পেসার ওয়াগনার বলেন, ‘আজ দিনটি আমাদের পক্ষে যায়নি। আমরা সবাই আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত সফলতা আসেনি। পুরো কৃতিত্বই দিতে হবে বাংলাদেশ দলকে। তারা খুব ভালো খেলেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের ভালোই ভুগিয়েছে। আমাদের এখানের কন্ডিশন থেকে সাধারণত পেসাররা সুবিধা পেয়ে থাকে, এমনকি উইকেটে সবুজ ঘাস থাকে। কিন্তু আজকে এখানে অনেক বাতাস ছিল। পাশাপাশি উইকেট স্পিনও করছিল তবে শেষ বিকেলে পেসাররা সুবিধা পেয়েছে।’

নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছেন এই পেসার। আগামীকালকের পরিকল্পনা কি হতে পারে, তা নিয়ে তিনি বলেন, ‘উইকেট উপর-নিচ হতে পারে। যেমনটা ইংল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে দেখেছেন। আগামীকাল আমাদের প্রথম লক্ষ্য থাকবে জুটি বেধে বোলিং করা, তাদেরকে চাপে ফেলা এবং দ্রুত উইকেট তুলে নেয়া। এখনও খেলার অনেক অংশ বাকি। উইকেটে ফাটল ধরবে, স্পিনাররাও সুবিধা পাবে।’

বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রশংসা করে এই পেসার বলেন,‘আমার কাছে মনে হয় তারা খুব ভালো ব্যাটিং করেছে, অনেক ধৈর্য ধরে ব্যাটিং করেছে। যখনি আমরা উইকেটের খোঁজে বোলিং করেছি, চাপে ফেলার চেষ্টা করেছি সেই পরিকল্পনাগুলো তারা ভেস্তে দিয়েছে। উল্টো তারা আমাদের চাপে রেখেছে, আরও বেশি ভালো বল করতে বাধ্য করেছে।’

আরও খবর

Sponsered content

Powered by