দেশজুড়ে

পোরশায় আম সংগ্রহের উদ্বোধন

  প্রতিনিধি ২৮ মে ২০২০ , ৭:৩২:০৯ প্রিন্ট সংস্করণ

পোরশা (নওগাঁ) সংবাদদাতা: চলতি মৌসুমে নওগাঁর পোরশায় গাছ থেকে গোপালভোগ জাতের আম নামানোর মাধ্যমে আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পোরশা বড় মাদ্রাসার সংলগ্ন আম বাগানে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা। আম সংগ্রহের উদ্বোধন করে তারা বলেন, এ উপজেলার আম অধিকতর মিষ্টি ও নিরাপদ। তারা এখানকার আমকে সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি করার জন্য সকলের প্রতি আহবান জানান। আর এ মৌসুমে আম ব্যবসায়ীরা নির্বিঘেœ তাদের ব্যবসা চালাতে পারবেন বলে আশ্বস্ত করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওবাইদুল্লাহ শেখ, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক চৌধুরী, পোরশা আম সমিতির সভাপতি আব্দুস সামাদ শাহ্, সম্পাদক রেজোয়ান শাহ, বাহারী বাজার অনলাইন আম ব্যাবসায়ী মাসুদ পারভেজ, প্রেস ক্লাব সভাপতি কামরুজ্জামান বাবু, সম্পাদক এম রইচ উদ্দিন, আম ব্যবসায়ী নুরনুজ্জামান শাহ্ সহ অন্যান্য আম ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by