রাজশাহী

পোরশায় ছাত্র আন্দোলনের মানববন্ধনে পুলিশি বাধা

  প্রতিনিধি ৪ জুলাই ২০২০ , ৮:১১:০৩ প্রিন্ট সংস্করণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: করোনা টেষ্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে ভয়াবহ লুটপাট ও চরম অব্যবস্থাপনা, সীমান্তে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখা। শনিবার সকাল ১১টায় পোরশা উপজেলার সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্বদেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি আহম্মদ শাফী। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পোরশা শাখার সভাপতি তৈয়ব শাহ্ চৌধুরী ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম। এতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার সম্পাদক ফরহাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তামজীদ হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পোরশা শাখার সভাপতি জোবায়ের হোসেন সহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। পরে পোরশা থানা পুলিশ মানববন্ধনে বাধা প্রদান করেন। এসময় ব্যানার, ফেস্টুন কেড়ে নিয়ে উপস্থিত সকলকে ছত্রভঙ্গ করে দেয়।

আরও খবর

Sponsered content

Powered by