আন্তর্জাতিক

প্যারিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২০ , ১১:৫৬:৫৭ প্রিন্ট সংস্করণ

ফ্রান্সের প্যারিসে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় এবার টেস্ট বৃদ্ধির পাশাপাশি মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাস্টেক্স। রাজধানী শহরে রেড জোন ২টি থেকে বেড়ে ২১টি করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ফ্রান্স যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে করোনার বিস্তার আরও ক্ষতিকর হতে পারে।
প্যারিস ও মার্সেইর মতো বড় শহরগুলোতে প্রতি ১ লাখ টেস্টে ৫০ জন করোনা আক্রান্ত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ইউরো নিউজ।
গেল ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৬ হাজার ১১১ নতুন করে আক্রান্ত হয়েছে দেশটিতে। যা এই পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। গেল ৩০ মার্চ সর্বোচ্চ ৭ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছিল এক দিনে।
এদিকে বিধিনিষেধ কঠোর করা হচ্ছে ইউরোপের আরেক দেশ জার্মানিতে। করোনা রোগী শনাক্ত অব্যাহত আছে ভাইরাসের উৎপত্তিস্থল চীন, জ্যামাইকা, নিউজিল্যান্ডসহ অন্যান্য দেশে।
করোনায় সংক্রমণ ও মৃত্যু অব্যাহত আছে মেক্সিকো, বলিভিয়া ও দক্ষিণ কোরিয়ায়।
বিশ্বজুড়ে করোনায় প্রাণহানির সংখ্যা আট লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। আর শনাক্তের সংখ্যা দুই কোটি ৪৬ লাখের বেশি। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৭০ লাখের বেশি মানুষ।

আরও খবর

Sponsered content

Powered by