রংপুর

প্রথমবারের মতো পঞ্চগড় বিচার বিভাগে জাতির পিতার জন্মবার্ষিকী পালন

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২২ , ৭:১৭:০২ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করেছে বিচার বিভাগ। এ উপলক্ষ্যে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের হলরুমে জন্ম দিনের কেক কাটা, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং আলোচনার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে জন্মদিনের কেক কাটা ও বিজীয় শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন।

এ সময় সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর সরকার, যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. মার্জিয়া খাতুন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান, সিনিয়র সহকারি জজ মো. ইসমাইল হোসাইন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলরাম কার্জী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমএম মাহবুব ইসলাম, সহকারি জজ মো. হাবিবুর রহমান লাইজু মিয়া বিশেষ অতিথি ছিলেন।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার বলেন, এবারই প্রথম পঞ্চগড় বিচার বিভাগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।

 

আরও খবর

Sponsered content

Powered by