রংপুর

প্রধানমন্ত্রীর বিনামূল্যে ঘর পেয়ে খুশি সাঘাটার সুবিধাভোগীরা

  প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৮:১৪:৩১ প্রিন্ট সংস্করণ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনামূল্যে দুর্যোগ সহনীয় ঘর পেলেন উপজেলার ৭০টি পরিবার। সরেজমিনে গেলে সুবিধাভোগী পরিবারের মধ্যে জুমারবাড়ী ইউনিয়নের বাজিতনগর গ্রামের জহিরুল ইসলামের মেয়ে মাহমুদা আক্তার প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করে বলেন, বাড়ি-ভিটার ৪ শতক জমিই একমাত্র আমাদের সম্বল। আমার পিতা দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। আমরা সামান্য ভাঙ্গা একটি ছোট্ট ঘরে অতি কষ্টে দিনাতীপাত করছিলাম। এমনি সময় গেছে ঝড় বৃষ্টির সময় সকলেই ঘুম থেকে উঠে জরোসড়ো হয়ে রাত পাড়ি দিতাম। আমাদের এসব দুঃখ দেখে জুমারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ ডেকে বিনামূল্যে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেন। আমরা এখন খুবই খুশি এবং শান্তিতে ঘুমাতে পারছি।
সুবিধাভোগী একই গ্রামের বাবু মিয়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনা করে বলেন, কোন দিন ভাবতে পারিনি আমার সামান্য বসত ভিটায় দালান বাড়ি হবে।
জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনামূল্যে ঘর পেয়ে আমার ইউনিয়নের বেশ কয়েকটি হতদরিদ্র পরিবার উপকৃত হয়েছে। উপজেলার হতদরিদ্র গৃহহীনদের জন্য এরুপ আরো কিছু ঘর বরাদ্দের দাবি জানাচ্ছি।

আরও খবর

Sponsered content

Powered by