দেশজুড়ে

প্রশাসনের দেওয়া শর্ত না মানায় বাগেরহাটে দোকানপাট বন্ধ

  প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৪:১২:২৭ প্রিন্ট সংস্করণ

বাগেরহট প্রতিনিধি : প্রশাসনের দেওয়া শর্ত না মানায় বাগেরহাটে ছিটকাপড়, তৈরি পোশাক, জুতাস্যান্ডেল প্রসাধনীর দোকান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন (১৮মেসোমবার সকাল থেকে ঘোষণা কার্যকর করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন। তবেমাছ বাজার, কাঁচাবাজার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ওষুধের দোকান ঘোষণার বাইরে থাকবে

রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গত ১০ মে বাগেরহাট শহরের ছিটকাপড়, তৈরি পোশাক, জুতাস্যান্ডেল প্রসাধনীর দোকান খুলে দেওয়া হয়। দিন দিন এসব দোকানে জনসাধারণের ভিড় বাড়ছিল এতে ব্যাপকহারে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়

প্রশাসনের দেওয়া শর্ত না মানায় ব্যবসায়ীদের নিয়ে জরুরি সভা করে দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেনসহ ব্যবসায়ী নেতারা

আরও খবর

Sponsered content

Powered by