বাংলাদেশ

ফরিদপুরের উপনির্বাচনে অনিয়ম ধরা পড়েনি: সিইসি

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২২ , ৪:৫৯:১২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে কোনো অনিয়ম ধরা পড়েনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ শনিবার নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণের সময় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করছি। এখনো কোনো অনিয়ম দেখতে পাইনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি তুলনামুলক কম।

কাজী হাবিবুল আউয়াল জানান, পুরো আসনে ১২৩টি কেন্দ্রে এক হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এতে ভোটার রয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন।

নির্বাচনে প্রয়াত সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও খবর

Sponsered content

Powered by