ঢাকা

ফরিদপুরে কঠোর বিধিনিষেধ আরোপ

  প্রতিনিধি ২০ জুন ২০২১ , ৭:৫৯:২১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ফরিদপুর জেলায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেন জেলা প্রশাসক অতুল সরকার।

ঘোষণার মধ্যে শুধুমাত্র কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া সব কিছুই বন্ধ রাখার কথা বলা হয়েছে। এ নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

ফরিদপুর জেলায় গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২৬ জন। আর মৃত্যুবরণ করেছেন ১১ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১৯৯ জন। করোনার সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফরিদপুর পৌর এলাকা ছাড়াও ভাঙ্গা ও বোয়ালমারী পৌর এলাকায়ও এক সপ্তাহের জন্য এ কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক জানিয়েছেন, প্রথম দফায় এক সপ্তাহের জন্য এ বিধিনিষেধ দেওয়া হয়েছে। পরবর্তীতে আরো বাড়ানো হতে পারে।

আরও খবর

Sponsered content

Powered by