ঘটনাবলি

ফারদিনের মৃত্যুর মামলা থেকে বান্ধবী বুশরাকে অব্যাহতি

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৪০:১১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর মামলায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে বান্ধবী আমাতুল্লাহ বুশরার অব্যাহতি চেয়ে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি মামলাটির ধার্য তারিখে প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হবে।

নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত বছর ৭ নভেম্বর রাতে বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ৯ নভেম্বর রাতে তার বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন। মামলায় পরশের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১০ নভেম্বর তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৬ নভেম্বর রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে বুশরা কারাগারে পাঠানো হয়। এরপর গত ৮ জানুয়ারি জামিন পান বুশরা।

আরও খবর

Sponsered content

Powered by