চট্টগ্রাম

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, ৩ ভাই নিহত

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২২ , ৭:২১:০৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে ফেনীতে।

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নাজির রোডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাটের মোড়েল গঞ্জের ফুলহাতা গ্রামের ছৈয়দালী মুন্সির ছেলে মো. মুনীরুজ্জামান মুন্সী, তার ভাই নুরুল ইসলাম মুন্সী ও মো. আবদুর রহমান মুন্সী। তারা তিনজনই নির্মাণশ্রমিক হিসেবে ফেনীতে দীর্ঘদিন কাজ করতেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বাড়ির সেপটিক ট্যাংকের ওপরে একটি কক্ষে থাকতেন তারা। হঠাৎ বিকট শব্দে ট্যাংকটি বিস্ফোরিত হলে ভবনের নিচতলাসহ ওপরের ছাদ ক্ষতিগ্রস্ত হয়।  ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয় এবং ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অন্য একজন মারা যান।

ফেনী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, ঢাকনা বন্ধ ছিল। সেপটিক ট্যাংকের সাথে ড্রেনের সংযোগ দেওয়ায় সেখানে এক ধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়।

আরও খবর

Sponsered content

Powered by