ময়মনসিংহ

বকশীগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৩ , ৬:৩৯:৫১ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আগামী ৭ থেকে ১২ জানুয়ারী ২০২৩ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা,বকশীগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরোয়ার আলম,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফরিদুজামান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. মোশারফ হোসেন,হাসপাতালের মেডিকেল অফিসার ডা.মুনিম, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন,অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোঃ আব্বাস আলী।
উল্লেখ্য, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসা, মক্তব ও এতিমখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এ কার্যক্রমের আওতায় নিয়ে আনার লক্ষ্য নিয়ে ৫-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও একই বয়সী বিদ্যালয় বহির্ভূত,ঝরে পড়া,পথ শিশু, কর্মজীবি শিশুসহ সকল শিশুকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

আরও খবর

Sponsered content

Powered by