ঢাকা

বঙ্গবাজারে বাড়ছে উৎসুক জনতার ভিড়

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৯:৩৪:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

কোথাও কোনো দুর্ঘটনা বা আগুন লাগলে উৎসুক জনতার ভিড় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাদের কারণে উদ্ধার কার্যক্রম বা আগুন নিয়ন্ত্রণে পেতে হয় বেগ। রাজধানীর বঙ্গবাজারেও দেখা গেছে এমন উৎসুক জনতার ভিড়। যে যার মতো সড়কে অবস্থান নিয়ে রয়েছেন। কেউ কেউ আবার মোবাইলে ছবি তুলায় ব্যস্ত। এতে করে ব্যবসায়ীরা তাদের মালামাল সরাতে সমস্যায় পড়ছেন। ফায়ার সার্ভিসের কর্মীরাও ঠিকমতো কাজ করতে পারছেন না।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর বঙ্গবাজারে এনেক্সকো টাওয়ারের সামনে গেলে দেখা যায় এমন চিত্র। ওই টাওয়ারের বিভিন্ন ফ্লোরে আগুন নিভলেও সন্ধ্যার দিকে ওপরের ফ্লোরের দক্ষিণ দিকে ধোঁয়ার কুণ্ডলী বাড়তে থাকে। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়ার স্থান লক্ষ্য করে পানি দেন।

 

এছাড়া ওই ভবনের ওপর থেকে কাপড়ের বস্তা ফেলতে দেখা গেছে ব্যবসায়ীদের। এসব কাপড় আগুনে পুড়ে যায়নি। তাই এগুলো নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এসময় উৎসুক মানুষের ভিড়ের কারণে মালামালগুলো নিয়ে বের হতে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা।

আরও খবর

Sponsered content

Powered by