রাজশাহী

বড়াইগ্রামে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৩ , ৩:৪১:৩৫ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) এর আওতায় বুধবার সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত এই কংগ্রেস-এ উপজেলার ৭ ইউনিয়ন ও ২ পৌরসভা থেকে সিআইজি’র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৫০ জন কৃষক অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। এ সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, কৃষক নেতা বজলুর রশিদ মোল্লা, সাংবাদিক জাহিদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা জানান, স্থানীয় কৃষকদের সমবায়ী সংগঠন হিসেবে উপজেলায় ৯০টি সিআইজি গঠিত হয়েছে। অভিজ্ঞতা বিনিময় ও পারস্পারিক সহযোগিতার মাধ্যমে সিআইজি গুলো নিজেরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে এমনটাই উদ্দেশ্য এই গ্রুপের।

আরও খবর

Sponsered content

Powered by