রাজধানী

বনানীতে বাণিজিক ভবনে আগুন

  প্রতিনিধি ১১ মে ২০২১ , ৩:৫৩:১৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

রাজধানীর বনানীর একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বনানীর ১১ নম্বর রোডের একটি ছয়তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় এই আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই ভবনের তৃতীয় তলায় বেসরকারি প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপের অফিস। প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং তানসিন কবীর গণমাধ্যমকে জানিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এর পরপরই ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে তাদের পুরো অফিস। জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। ভবনের ছাদে উঠার পর ফোন করা হয় ফায়ার সার্ভিসের জরুরি সেবায়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও খবর

Sponsered content

Powered by