দেশজুড়ে

বরিশালে যাত্রা শুরু করলো ‘মানবতার কৃষি’

  প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৫:২৫:১২ প্রিন্ট সংস্করণ

এসএম ওমর আলী সানি, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের কোন জমিই থাকবে না পতিত, সবুজে সবুজে ভরে উঠুক প্রতিটি আঙ্গিনাশ্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে মানবতার কৃষি নামের ব্যতিক্রমধর্মী এক কর্মসূচির কর্মসূচির মধ্যে এক লাখ ফল সবজী চারা বিতরণ রোপন করা হবে

সোমবার সকালে বাসদ জেলা শাখার সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্ত্তী বলেন, করোনার ক্লান্তি লগ্নে তারা মানবতার বাজার স্থাপন করে বিনামূল্যে নিন্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে ব্যাপক সারা পেয়েছেন এবার তারামানবতার কৃষিকর্মসূচির যাত্রা শুরু করেছেন

ব্যতিক্রমধর্মী কর্মসূচির উদ্বোধক বাসদের জেলা শাখার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, করোনার শুরুতে এক মুঠো চাল কর্মসূচির আওতায় আমরা খাদ্য সামগ্রী দেয়ার কার্যকরী মর্যাদাপূর্ণ প্রক্রিয়ামানবতার বাজারশুরু করেছি এক মুঠো চাল কর্মসূচির ৫০তম দিনে ১৭ মে আমরা মানবতার বাজার থেকে অর্ধশত পরিবারের শিশুদের জন্য এক মাসের শিশুখাদ্য সরবরাহ করেছি এই ৫০দিনে আমরা ১৫ হাজারের অধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে তিনি আরও বলেন, ৫০তম দিনে আমরাবরিশালের কোন জমিই থাকবে না পতিত, সবুজে সবুজে ভরে উঠুক প্রতিটি আঙ্গিনাশ্লোগানে করোনা সংকট মোকাবেলায়মানবতার কৃষিনামের নতুন কর্মসূচির উদ্বোধণ করেছি

ডাক্তার মনীষা চক্রবর্ত্তী বলেন, আমরা মনে করছি এই লকডাউনের সময়ে খাদ্যসংকট দূর করতে কৃষির কোন বিকল্প নেই সে কারণে আমরা আমাদের মানবতার বাজার থেকে সাধারণ মানুষকে কৃষিতে উৎসাহিত করতে সবজি ফলজ বৃক্ষের লক্ষাধিক চারা বীজ বিনামূল্যে সরবরাহ করবো এমনকি কোন বাসায় পতিত জমি থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কর্মীরা সেই বাসায় গিয়ে চারা রোপন করে দিয়ে আসবেন রাস্তার পাশে পতিত জমি থাকলে সেখানেও আমরা বিভিন্ন চারা রোপন করে দিয়ে আসবো

আরও খবর

Sponsered content

Powered by